ম্যানিলা: ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় পাহাড়ী প্রদেশে টহলরত সেনাদের সঙ্গে কমিউনিস্ট বিদ্রোহীদের সংঘর্ষে ৮ বিদ্রোহী নিহত হয়েছেন। সেনাদের মধ্যে একজন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
লে. জেনারেল আরতুরো অরতিজ জানান, সোমবার সকালে আব্রা প্রদেশে তিনেং শহরে বিদ্রোহী গ্রুপ নিউ পিপলস আর্মির সঙ্গে সেনাদের সংঘর্ষ হয়। পরে ওই এলাকায় হেলিকপ্টারে করে সেনা পাঠানো হয় এবং আকাশ থেকে তাদের সহায়তা করা হয়। সংঘর্ষ বিকেল পর্যন্ত স্থায়ী ছিল।
ফিলিপাইনে মার্কসবাদী বিদ্রোহীরা চলতি বছরে সরকারের সঙ্গে প্রস্তাবিত শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে। গত সপ্তাহে দুই শতাধিক বিদ্রোহী দক্ষিণাঞ্চলীয় সুরিগাও দেল নোরতে প্রদেশে তিনটি নিকেল খনি এলাকায় হামলা করে। বর্তমানে ফিলিপাইনজুড়ে চার সহস্রাধিক মার্কসবাদী বিদ্রোহী রয়েছে বলে ধারণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১