লন্ডন: ব্রিটেনের ধনীরা দেশ ছেড়ে অন্য কোথাও বসতি গড়ার চিন্তা করছেন। বিশেষ করে গত আগস্টে লন্ডনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে দাঙ্গার পর এই প্রবণতা বেড়েছে।
সোমবার প্রকাশিত লয়েড টিএসবি ইন্টারন্যাশনাল ওয়েলথ জরিপে এই তথ্য উঠে এসেছে।
দুই লাখ ৫০ হাজার পাউন্ডের বেশি সঞ্চয় আছে এমন এক হাজার ৫৭ জন লোকের মধ্যে এ জরিপ চালানো হয়েছে। এদের মধ্যে ১৭ শতাংশই বলেছেন, তারা আগামী দুই বছরের মধ্যেই স্থায়ীভাবে দেশের বাইরে চলে যাবেন। ছয় মাস আগে এই হার ছিল ১৪ শতাংশ।
জরিপে অংশ গ্রহণকারীদের মধ্যে ৬১ শতাংশ ব্রিটেন ছেড়ে যাওয়ার বিষয়টি সক্রিয় বিবেচনায় রেখেছেন। দেশে অপরাধ ও সমাজবিরোধী কর্মকা- বেড়ে যাওয়াই এর প্রধান কারণ বলে উল্লেখ করছেন তারা।
আগে এই ধরনের মনোভাব পোষণ করতেন ৪৩ শতাংশ মানুষ। কিন্তু গত আগস্টে লন্ডন এবং অন্য প্রধান শহরগুলোতে দাঙ্গা ছড়িয়ে পড়ার পর উদ্বিগ্ন মানুষের মধ্যে এই প্রবণতা অনেক বেড়েছে।
লয়েড টিএসবি ইন্টারন্যাশনাল ওয়েলথের ব্যবস্থাপনা পরিচালক নিকোলাস স্মিথ এক বিবৃতিতে জানান, আগস্টের দাঙ্গা, কর ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ব্রিটেনের কিছু সম্পদশালী মানুষের জীবন নিরানন্দ করে দিয়েছে।
তিনি বলেন, ‘ধনী মানুষেরা এভাবে নুতন বসতি খুঁজতে থাকলে তা আমাদের অর্থনীতি থেকে সম্পদ পাচার হয়ে যাওয়ার আশঙ্কাকে আরেকবার উস্কে দেবে। ’
গত আগস্টে প্রথমে লন্ডন ও পরে আরও কয়েকটি বড় শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে কয়েক জন প্রাণ হারায়। লন্ডনে পুলিশের গুলিতে একজন সন্দেহভাজন নিহত হন, তবে নিহতের পরিবার তাকে নির্দোষ দাবি করেছে।
দাঙ্গাকারীরা দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান লুট করে এবং একাধিক দোকান জ্বালিয়ে দেয়।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১