ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কে বাস টার্মিনালে বিস্ফোরণ, সন্দেহভাজন আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
নিউইয়র্কে বাস টার্মিনালে বিস্ফোরণ, সন্দেহভাজন আটক নিউইয়র্ক বন্দর কর্তৃপক্ষের বাস টার্মিনালে বিস্ফোরণের খবর ছড়িয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি বাস টার্মিনালে বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে ছুটে গিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

সোমবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে শহরের ৪২তম স্ট্রিট ও অষ্টম অ্যাভিনিউয়ে বন্দর কর্তৃপক্ষের বাস টার্মিনালে এ বিস্ফোরণ হয়। তবে এর ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায়, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে একজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। টার্মিনালের এ, সি ও ই সাবওয়ে লাইন থেকে লোকজনকে তাৎক্ষণিক সরিয়ে নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র জানায়, টার্মিনালে একটি পাইপ বোমা অনিচ্ছাকৃতভাবে বিস্ফোরিত হয়েছে বলে মনে করা হচ্ছে। এতে সন্দেহভাজন ব্যক্তি আহত হয়েছে। তবে আরও কোনো হতাহতের খবর মেলেনি।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।