সোমবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে শহরের ৪২তম স্ট্রিট ও অষ্টম অ্যাভিনিউয়ে বন্দর কর্তৃপক্ষের বাস টার্মিনালে এ বিস্ফোরণ হয়। তবে এর ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায়, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে একজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। টার্মিনালের এ, সি ও ই সাবওয়ে লাইন থেকে লোকজনকে তাৎক্ষণিক সরিয়ে নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র জানায়, টার্মিনালে একটি পাইপ বোমা অনিচ্ছাকৃতভাবে বিস্ফোরিত হয়েছে বলে মনে করা হচ্ছে। এতে সন্দেহভাজন ব্যক্তি আহত হয়েছে। তবে আরও কোনো হতাহতের খবর মেলেনি।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এইচএ/