ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া থেকে রাশিয়ান সেনা প্রত্যাহার শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
সিরিয়া থেকে রাশিয়ান সেনা প্রত্যাহার শুরু ভ্লাদিমির পুতিন (সংগৃহীত ছবি)

সিরিয়ায় যুদ্ধরত রাশিয়ান সেনাদের আংশিক প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার ( ১১ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সইগু।

সার্গেই  জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই সেনা প্রত্যাহার শুরু হয়েছে।  

তবে সেনাদের পুরোপুরি রাশিয়ায় ফিরিয়ে নিতে কত সময় লাগবে তা পরিস্কারভাবে জানাননি সার্গেই সইগু।

সিরিয়ার সার্বিক পরিস্থিতির ওপর এ সিদ্ধান্ত নির্ভর করছে বলে জানান তিনি।

সোমবার সিরিয়ায় লাতাকিয়া এলাকায় পুতিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই সেনা প্রত্যাহারের এ নির্দেশনার ঘোষণা দেন পুতিন।  

এর আগে, ২০১৬ সালের মার্চে সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন পুতিন। তবে সেসময় এ ঘোষণার পরও সেনারা যুদ্ধরত ছিল।

পুতিন বলেন, ‘আমি প্রতিরক্ষা মন্ত্রী ও চিফ অব জেনারেল স্টাফকে সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার শুরু করতে নির্দেশ দিয়েছি। সিরিয়ায় রাশিয়ান কন্টিনজেন্ট থেকে সেনাদের ফিরিয়ে নিতে এই সিদ্ধান্ত নিয়েছি আমি।

তবে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হলে রাশিয়া অবশ্যই অভিযান চালাবে হুঁশিয়ারি দেন তিনি।  

রাশিয়ান প্রেসিডেন্ট বলেন, যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির কথা আমরা কখনই ভুলে যাবো না, এক্ষেত্রে সিরিয়া ও রাশিয়া এক থাকবে।

**সিরিয়া থেকে সৈন্য ফেরাতে পুতিনের নির্দেশ 

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।