মাদাঙ: পাপুয়া নিউ গিনিতে বিমান দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছে। ওই বিমানে মোট ৩২ জন আরোহী ছিলেন।
বেঁচে থাকা দুই পাইলটের একজনের বাড়ি অস্ট্রেলিয়া অন্যজনের নিউ জিল্যান্ড বলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিভাগ থেকে জানানো হয়েছে।
ঝড়ো আবহওয়ার কবলে পড়ে দেশটির উত্তর উপকূলের প্রত্যন্ত এলাকার একটি বনে বিমানটি বিধ্বস্ত হয়।
বিমানটি লায়ি থেকে মাদাঙয়ে যাচ্ছিল বলে জানিয়েছে দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটির মুখপাত্র সিড ও’টোলি।
বিমানটির বেশিরভাগ যাত্রীই মাদাঙয়ে তাদের ছেলেমেয়েদের বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েশন গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েট প্রেস নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১১