দেরা ইসমাইল খান: আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন ড্রোন (চালকবিহীন বিমান) হামলায় কমপক্ষে ছয়জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। শনিবার পাকিস্তানের দুইজন গোয়েন্দা কর্মকর্তা এ খবর জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, দক্ষিণ ওয়াজিরিস্তানে উপজাতি অধ্যুষিত আঙ্গোর আড্ডা শহরে একটি কম্পাউন্ডের নিকটে চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তালেবান ও আল কায়েদার হয়ে সীমান্ত এলাকায় হামলা পরিচালনাকারী জঙ্গি কমান্ডার মৌলভি নাজিরকে লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়েছিল বলে তারা জানান।
তবে হামলায় তিনি নিহত হননি।
প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে যুক্তরাষ্ট্র পাক-আফগান সীমান্তে জঙ্গি দমনের নামে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালিত এ হামলার কথা অবশ্য মার্কিন কর্মকর্তারা কখনো প্রকাশ্যে স্বীকার করেননি। অপর দিকে পাকিস্তানের জনমত ও প্রশাসন এই হামলার চরম বিরোধিতা করে আসছে।
গত শুক্রবার উত্তর ওয়াজিরিস্তানে এমন একটি হামলায় চারজন অজ্ঞাত পরিচয় লোক নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১