সানা: ইয়েমেনে কথিত মার্কিন বিমান হামলায় আল কায়েদার গণমাধ্যম বিভাগের আঞ্চলিক প্রধানসহ ৭ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। শনিবার দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহতের ঘটনা নিশ্চিত করে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে শাবওয়া প্রদেশে তাদের নিজস্ব বাহিনী হামলাটি চালায়। জঙ্গিদের শক্ত ঘাঁটি দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের পূর্বাঞ্চলে এই অভিযান পরিচালনা করা হয়।
তবে স্থানীয় কর্মকর্তারা বলছেন, আপাত দৃষ্টিতে একে মার্কিন হামলা বলেই মনে হয়। আজান অঞ্চলে আল কায়েদা জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা করা হয়। মিশরীয় জঙ্গি ইবরাহিম আল বান্নাসহ সাত জন নিহত হয়েছেন।
কর্মকর্তরার আরও জানান, প্রথম হামলাটি হয় একটি সমজিদকে লক্ষ্য করে। জঙ্গিদের নিয়ন্ত্রণে থাকা একটি হাসপাতালে আহত আরও কয়েকজন জঙ্গিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, নিজেদের সীমান্তে যুক্তরাষ্ট্রের হামলার কথা বরাবর অস্বীকার করে আসছে ইয়েমেন সরকার। ইয়েমেনের সন্ত্রাসবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্র সব সময় রসদ ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে বলে তাদের দাবি।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১