ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাখাইনে আটক ২ সাংবাদিকের মুক্তি দাবি জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
রাখাইনে আটক ২ সাংবাদিকের মুক্তি দাবি জাতিসংঘ মহাসচিবের দুই সাংবাদিককে আটক করার পর ‘অপরাধী’র মতো ছবি তুলে তা ছড়িয়ে দেয় মিয়ানমার সরকার

মিয়ানমারে দুই বিদেশি সাংবাদিককে আটকের নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতিয়েরেস বলেছেন, এই সাংবাদিকদের আটকের ঘটনা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বাকস্বাধীনতা লোপ পাওয়ারই নিদর্শন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) জাপানের টোকিওতে এক সংবাদ সম্মেলনে গুতিয়েরেস এ কথা বলেন। গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নিধনযজ্ঞ চালানোর এলাকা রাখাইনে পেশাগত দায়িত্ব পালনকালে ওই দুই সাংবাদিককে আটক করা হয়।

ওয়া লোন এবং কিয়াও সোয়ে উ নামে দুই সাংবাদিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের হয়ে কাজ করছিলেন।

গুতিয়েরেস বলেন, মিয়ানমারে যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চলছে, তার সঙ্গে এই দুই সাংবাদিককে আটকের ঘটনা সম্পর্কিত। সম্ভবত মারাত্মক মানবিক ট্র্যাজেডি দেখে তা নিয়ে প্রতিবেদন তৈরির কারণে এ দুই সাংবাদিককে আটক করা হয়েছে।

জাতিসংঘ মহাসচিব অবিলম্বে এ সাংবাদিককের মুক্তি দাবি করেন এবং একইসঙ্গে রাখাইনে সংবাদকর্মীসহ সবার অবাধ চলাফেরার পরিবেশ তৈরির আহ্বান জানান।

গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের উচ্ছেদে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত সাড়ে ৬ লাখ মানুষ পালিয়ে বাংলাদেশে চলে এসেছে। সম্প্রতি ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) নামে একটি মানবাধিকার সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, মিয়ানমার সেনাবাহিনী মাত্র একমাসে সরাসরি হত্যা করেছে ৬ হাজার ৭০০ রোহিঙ্গাকে। সহিংসতার শিকার হয়ে মোট মারা গেছে ৯ হাজার রোহিঙ্গা। এই অভিযানকে ‘জাতিগত নিধনযজ্ঞ’ বলে অভিহিত করেছে জাতিসংঘ।

এই বর্বরোচিত অভিযানের মধ্যে অক্টোবরের শেষে তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি’র দুই সাংবাদিককে কারাগারে পাঠায় মিয়ানমার সরকার। সিঙ্গাপুরের লাউ হন মেন ও মালয়েশিয়ার মক চউ লিন নামে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তারা রাজধানী নেপিডোতে ড্রোন উড়িয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এইচএ/

** মিয়ানমারে একমাসেই ৬৭০০ রোহিঙ্গাকে হত্যা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।