কাবুল: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পঞ্জশির প্রদেশে শনিবার একটি মার্কিন ঘাঁটিতে আত্মঘাতী হামলা সংঘটিত হয়েছে।
কর্মকর্তারা জানান, প্রদেশের রাখা জেলায় অবস্থিত ওই ঘাঁটিতে হামলা হামলাকারী চারজনই নিহত হয়েছেন।
আক্রান্ত ঘাঁটিটি আঞ্চলিক পুনর্গঠনের লক্ষ্যে সামরিক এবং বেসামরিক প্রয়োজনে ব্যবহৃত হয়।
আফগান তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।
ঘাঁটির মূল গেটের সামনে হামলাটি হয় এবং এতে দুইজন দ্বাররক্ষী আহত হয়েছেন।
আঞ্চলিক পুলিশ প্র্র্র্র্র্র্র্র্র্রধান মোহাম্মদ কাসিম জঙ্গলবাগ জানিয়েছেন, জ¦ালানি সরবরাহের কাজে নিয়োজিত দুই আফগান ড্রাইভার এই ঘটনায় নিহত হয়েছে।
ন্যাটো ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, হামলায় কোনো আমেরকিান হতাহত হয়নি।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১