ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রবীণদের সেরা দেশ: ভারত-পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
প্রবীণদের সেরা দেশ: ভারত-পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ

এশিয়ার মধ্যে বৃদ্ধদের জন্য জাপান সব থেকে প্রশান্তির দেশ। দেশটি বিশ্বে রয়েছে অষ্টম স্থানে।

‘গ্লোবাল এজ ওয়াচ ইনডেক্সের’ তথ্যে এটি উঠে এসেছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান হেলপ এজ ইন্টারন্যাশনাল প্রতিবেদন তৈরি করেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ নিয়ে পৃথক প্রতিবেদন হয়েছে।

তালিকায় বাংলাদেশ রয়েছে ৬৭ নম্বর অবস্থান। বরাবরের মতো শীর্ষে সুইজারল্যান্ড। এছাড়া নেপাল ৭০, ভারত ৭১ এবং পাকিস্তান ৯২তম স্থানে রয়েছে।

সামাজিক উন্নয়ন, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, প্রবীণদের আয়, সক্ষমতা, পরিবেশের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ৯৬টি দেশ ছিল এর আওতায়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।