ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চিলিতে ভূমিধসে ৫ জনের প্রাণহানি, নিখোঁজ ১৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
চিলিতে ভূমিধসে ৫ জনের প্রাণহানি, নিখোঁজ ১৫ ভূমিধসের পর কাদার নিচে ভিলা সান্তা লুসিয়ার অংশবিশেষ (সংগৃহীত ছবি)

চিলির দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে দেশটির হ্রদ এলাকার প্রত্যন্ত গ্রাম ভিলা সান্তা লুসিয়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।  

ওই এলাকায় কয়েক হাজার মানুষ আটকা পড়েছেন।

বিদ্যুৎ না থাকায় পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তারা।

চিলির প্রেসিডেন্ট মিশেল বাশেলেত ভূমিধসের পর ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন। তিনি বলেছেন, ‘ভূমিধসে আটকে পড়া লোকজনকে রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নিতে উদ্ধারকর্মীদের নির্দেশ দিয়েছি। ’

ভিলা সান্তা লুসিয়া চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দক্ষিণে। গ্রামটির অবস্থান যে উপত্যকায়, সেটির কিছু অংশ চারপাশে ঘিরে থাকা পবর্তগুলো থেকে ধসে পড়া বিপুল পরিমাণ কাদার নিচে চাপা পড়েছে।  

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধসের আগে ২৪ ঘণ্টা ওই এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে।

আটকা পড়া বহু মানুষকে হেলিকপ্টারে তুলে কাছাকাছি শহরে নিয়ে গেছেন উদ্ধারকারীরা। গ্রামটিতে জীবিতদের সন্ধান করছেন তারা।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।