ঢাকা : ‘ওয়ালস্ট্রিট আন্দোলনকারীরা যতদিন খুশী- ততদিন গ্রাউন্ড জিরোর কাছে জুকটি পার্কে ক্যাম্প করে থাকতে পারবে। তবে তাদের আইন মেনে চলতে হবে।
ওয়াল স্ট্রিট থেকে লোভী, দুর্নীতিবাজদের অপসারণ এবং অর্থনৈতিক বৈষম্য দূর না হওয়া পর্যন্ত পুরো আমেরিকায় গত ১৭ সেপ্টেম্বর ছড়িয়ে পড়া ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনের সূত্রপাত ঘটে এই জুকটি পার্ক থেকে ।
দিন যত যাচ্ছে এ আন্দোলনের প্রতি আমেরিকানদের সম্পৃক্ততাও বেড়ে চলেছে। ছাত্র-শিক্ষক-কর্মজীবী মানুষেরা স্বতস্ফুর্তভাবে একাত্মতা প্রকাশ করছেন এ আন্দোলনের সঙ্গে।
সর্বশেষ ১১ অক্টোবর প্রত্যুষে প্রাপ্ত তথ্য অনুযায়ী লসএঞ্জেলেস, সানফ্রান্সিসকো, বস্টন, কানেকটিকাট, ফিলাডেলফিয়া, নিউজার্সী, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, শিকাগো, হিউস্টন, আটলান্টা, ফ্লোরিডাসহ ৮০ সিটিতে ওয়ালস্ট্রিট দখলকারীদের বিক্ষোভ শুরু হয়েছে। প্রায় প্রতিটি স্থানেই ক্যাম্প স্থাপন করা হয়েছে।
অনলাইনে নিজেদের সংগঠিত করছেন আন্দোলনকারীরা। ওবামা প্রশাসন এ আন্দোলনের প্রতি সামান্যতম কর্ণপাত না করলেও ডেমক্র্যাট ও রিপাবলিকানরা বিষয়টিকে আর হেলাফেলা করছেন বলে মনে হচ্ছে না।
তারা শঙ্কিত, আন্দোলনের এ ঢেউ কোন পর্যন্ত বিস্তৃত হতে পারে তা নিয়ে।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১১