ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
মুম্বাইয়ে মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিষ্টির দোকানে চলছে উদ্ধার কার্যক্রম

মুম্বাইয়ের সাকি নাকা এলাকায় একটি মিষ্টির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) ভোর ৪টা নাগাদ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহানমুম্বাই মিউনিসিপাল করপোরেশনের (বিএমসি) দুর্যোগ প্রশমন দল জানিয়েছে, খাইরানি রোডের লক্ষ্মী নারায়ণ মন্দিরের নিকটবর্তী মিষ্টির দোকানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে দোকানটি পুরোপুরি পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের সময় দোকানটিতে ১৫ জন শ্রমিক ছিলেন জানিয়ে দোকান মালিক বলেন, আগুন  দ্রুতই পুরো দোকানে ছড়িয়ে পড়ে। দু’একজন দৌড়ে পালাতে সক্ষম হন।  

অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১২টি মরদেহ উদ্ধার করে। তাদের সবারই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঘাটকোপার রাজধানী হাসপাতালের সহকারী চিকিৎসা কর্মকর্তা ড. শিতল।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি, পুড়ে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি মরদেহগুলো।  

গত সেপ্টেম্বরে মুম্বাইয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়, আহত হন অনেকে। মুম্বাইয়ে এমন মৃত্যুর পেছনে দুর্বল অগ্নি নির্বাপন ব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।