ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফোর্বসের শীর্ষ তালিকায় সালমান-শাহরুখ-কোহলি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
ফোর্বসের শীর্ষ তালিকায় সালমান-শাহরুখ-কোহলি  শাহরুখ, সালমান এবং কোহলি। ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের ‘ফোর্বস ১০০ সেলিব্রেটি’র তালিকায় স্থান পেয়েছেন বলিউড স্টার সালমান খান, শাহরুখ খান এবং ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। 

শুক্রবার (২২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সাপ্তাহিক ফোর্বস ম্যাগাজিনের ‘ফোর্বস ইন্ডিয়া’ ভারতীয় তারকাদের তালিকা প্রকাশ করে।

ইন্ডিয়ান টাইমসের খবরে বলা হয়, তারকাদের আয়র উপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

দ্বিতীয়বারের মতো এ তালিকার শীর্ষে রয়েছেন বলিউড সুপার স্টার সালমান। তার অভিনীত ‘টিউবলাইট’ বক্স অফিস মাতিয়েছে। যা আয়েও শীর্ষে।  

৫১ বছর বয়সী এই অভিনেতা বিভিন্ন পণ্যের অ্যাম্বাস্যাডর হয়ে আয় করেছেন ২৩২ দশমিক ৮৩ কোটি রুপি।  

২০১৭ সালের ১০ তারকার মধ্যে তার আয় ৮ দশমিক ৬৭ শতাংশ। তার বার্ষিক মোট আয় ২ হাজার ৬৮৩ রুপি।  

সালমানের পরই রয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নাম। ১৭০ দশমিক ৫ কোটি রুপি আয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।  

আর ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন তিন নম্বরে। তার বার্ষিক আয় ১০০ দশমিক ৭২ কোটি রুপি।  

আয়ের তালিকায় ভারতীয়দের মধ্যে আরও আছেন অক্ষয় কুমার, শচীন টেন্ডুলকার, আমির খান, প্রিয়াংকা চোপড়া, এমএস ধোনি. হৃতিক রোশন এবং রনবীর সিং।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।