ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রোবট বানিয়ে অপকর্ম করানো হয়েছিল: কাসভ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১১
রোবট বানিয়ে অপকর্ম করানো হয়েছিল: কাসভ

ঢাকা: মগজ ধোলাই করে রোবট বানানো হয়েছিল তাকে। আর তাই তাকে দিয়ে ঈশ্বরের নামে এত ভয়ঙ্কর অপকর্ম করিয়ে নেওয়া হয়েছিল।

ভারতের সুপ্রিম কোর্টে মঙ্গলবার এই ভাবেই নিজের সাফাই দিলেন আজমল আমির কাসভ। যার শেষে তার আর্জি, এসব বিবেচনা করে এবং তার অল্প বয়সের কথা মাথায় রেখে আদালত যেন তার ফাঁসি মওকুফ করে দেন।

কাসভের এই আর্জি নিয়ে শুনানির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফাঁসি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিম্ন আদালত ও বম্বে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল ২০০৮ সালের মুম্বই হামলায় একমাত্র ধৃত জঙ্গি।

শীর্ষ আদালতে বিচারপতি আফতাব আলম এবং সি কে প্রসাদের বিশেষ বেঞ্চ মঙ্গলবার বলেছে, ‘দেশের অনেকেই চান কাসভের আবেদন এখনই নাকচ করে দেওয়া হোক। কিন্তু, আইনের শাসনের ওপরে অন্য কোনও বিষয়কে স্থান দেওয়া যায় না। তাই কাসভের পক্ষে পেশ করা সব যুক্তিই শুনতে হবে। ’ তবে একই সঙ্গে বলা হয়েছে, দ্রুত এই মামলার শুনানি শেষ করা হবে।

সেই শুনানির সময়েই কাসভ নিজেকে নির্দোষ দাবি করেন। সঙ্গে সঙ্গে এও বলেন, যদি ধরে নেওয়া যায় যে তিনি সত্যিই দোষী, তা হলেও তাকে ফাঁসির সাজা দেওয়া উচিত নয়। কারণ, তার তো মগজ ধোলাই করা হয়েছিল। তিনি রোবটে পরিণত হয়েছিল।

এর আগে মামলার আগের পর্যায়েও কাসভ মগজ ধোলাইয়ের যুক্তি দেখিয়েছিলেন। তবে সেখানে তা কাজে দেয়নি। ২০১০ সালের মে মাসে কাসভের মৃত্যুদণ্ডের আদেশ দেয় নিম্ন আদালত। পরে সেই আদেশ বহাল রেখেছে বম্বে হাইকোর্ট। আর্থার রোড জেলে এখন বন্দি রয়েছেন কাসভ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আইনজীবী গৌরব অাগাওয়ালের মাধ্যমে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি। কাসভ মামলায় আদালত-বান্ধব হিসেবে কাজ করবেন আইনজীবী রাজু রামচন্দ্রন। এই ভূমিকা পালন করতে রাজি হওয়ায় তাঁর প্রশংসা করেছে সুপ্রিম কোর্ট।

তিন-চার মাস আগে প্রথম কাসভ মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। তখন মামলার নথিপত্র বেশির ভাগই ছিল মারাঠিতে। মহারাষ্ট্র সরকারকে ওই নথিপত্র ইংরেজিতে অনুবাদ করে পাঠানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। মহারাষ্ট্র সরকারের আইনজীবী গোপাল সুব্রামনিয়াম জানিয়েছেন, মামলার নথিপত্র অনুবাদের কাজ শেষ হয়ে গেছে। তাই এই মামলার শুনানি সুপ্রিম কোর্ট শুরু করতেই পারে। তবে এই মামলার নিষ্পত্তি হতে কত সময় লাগবে, তা নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করতে রাজি নন বিশেষজ্ঞরাও। কাসভ মামলায় মহারাষ্ট্র সরকারের হয়ে সওয়াল করেছিলেন উজ্জ্বল নিকম। তিনি বলেছেন, ‘আইনি প্রক্রিয়ায় কত সময় লাগবে তা বলা সম্ভব নয়। ’

উল্লেখ্য, ২০০৮ এর ২৬ নভেম্বরে কাসাব এবং আরও নয়জন পাকিস্তানি জঙ্গি মুম্বাইয়ে ছত্রপতি রেলস্টেশন, হোটেল তাজমহলসহ বেশ কয়েকটি জায়গায় সন্ত্রাসী লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালায়। ৬০ ঘণ্টার এই হামলায় বিদিশেসহ ১৬৬ জন নিহত ও ৩০০ জনের বেশি লোক আহত হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।