ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের উত্তর-পূর্বাঞ্চলে বিমান বিধ্বস্ত ॥ ৪৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০
চীনের উত্তর-পূর্বাঞ্চলে বিমান বিধ্বস্ত ॥ ৪৩ জন নিহত

বেইজিং: চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংঝিয়াং প্রদেশে মঙ্গলবার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪৩ জন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া জানিয়েছে।

দুর্গম প্রদেশটির ইচুন শহরের বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি থেকে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে যায় এবং আগুন ধরে যায়।



ইচুন শহরের কমিউনিস্ট পার্টি কর্মকর্তা হুয়া জিংওয়েই জিনহুয়াকে জানিয়েছেন, বিমানটির ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত ৪৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত ৫৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানটি হারবিন শহর থেকে ৯১ জন যাত্রী নিয়ে উড্ডয়নের ৪০ মিনিটের মধ্যে ইচুন প্রদেশের লিন্দু বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। যাত্রীদের মধ্যে পাঁচ শিশু ছাড়াও পাঁচজন ক্রু ছিলেন।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে উদ্ধারকারীরা বিমানের ব্ল্যাকবক্স উদ্ধারের চেষ্টা করছেন।

বাংলাদেশ সময় ০৪২১ ঘণ্টা, ২৫ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।