ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ায় আগুন জ্বলছেই। ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে দাবানল বেড়েই চলছে। গত ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ দাবানল অঙ্গরাজ্যটির উপকূলীয় এলাকাতেও ছড়িয়ে পড়েছে। 

এ ঘটনায় এরই মধ্যে হাজার হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। চলতি মাসের প্রথম দিকে বলা হয়েছিল, বাতাসের কারণে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এ আগুন।

 

স্থানীয় সময় শুক্রবার (২২ ডিসেম্বর) ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এমনটা জানানো হয়েছে।  

ফায়ার সার্ভিস বলছে, ওই দাবানলে এরই মধ্যে  ২ লাখ ৭৩ হাজার ৪০০ একর এলাকা পুড়ে গেছে। যা ২০০৩ সালের সান দিয়াগোর দাবানলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ওই সময় দাবানলে ১৫জনের প্রাণহানি ঘটেছিল।  

এদিকে ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করে যাচ্ছে।  

দাবানলের কারণে এখনও ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি রয়েছে।  

জরুরি ঘোষণায় বলা হয়েছে, দাবানলের কারণে অনেক স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং হাজার-হাজার বাড়িঘর হুমকির মুখে রয়েছে।  

এজন্য হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেবার প্রয়োজন।  

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।