স্থানীয় সময় রোববার (২৪ ডিসেম্বর) সকালে ফ্লোরিডার বার্তো শহরের মিউনিস্যাপাল এয়ারপোর্টে এ দুর্ঘটনা ঘটে। আরোহীরা একই পরিবারের সদস্য, কেবল একজন তাদের স্বজন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা গ্র্যাডি জুড সংবাদ সম্মেলনে বলেন, ঘন কুয়াশার কারণে উড়োজাহাজটি উড়তে গিয়ে আছড়ে পড়ে। এতে বাহনটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় কেউই বাঁচতে পারেননি।
তিনি বলেন, সকালের কিছু ভিডিওচিত্র পর্যবেক্ষণ করে দেখেছি, পুরো এয়ারপোর্ট ছিল তীব্র কুয়াশার কবলে। এই অবস্থায় সকাল সোয়া ৭টার দিকের কারোরই উচিত ছিলো না উড়োজাহাজ উড্ডয়ন করার।
নিহত পাঁচজন হলেন- উড়োজাহাজের পাইলট ৭০ বছর বয়সী জন শ্যানন, তার কন্যা অলিভিয়া শ্যানন (২৪) ও ভিক্টোরিয়া শ্যানন (২৬), ভিক্টোরিয়ার স্বামী পিটার ওর্থিংটন (২৭) এবং তাদের পারিবারিক বন্ধু ক্রিস্টা ক্লাইটন (৩২)।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এইচএ/