কাবুল: জাতিসংঘ আফগানিস্তানের যেসব অঞ্চল পপিমুক্ত ঘোষণা করেছিল, সেসব অঞ্চলে আবারও পপির চাষ হচ্ছে। মঙ্গলবার জাতিসংঘের প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণকারী সংস্থার মতে, ‘অনিরাপত্তা এবং আফিমের দামের কারণে বিশ্বের অন্যতম আফিম উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে আফগানিস্তান। দেশটিতে নতুন করে আরও ৭ শতাংশ জমি পপি চাষের আওতায় এসেছে ২০১১ সালে। ’
পপি চাষের এই উর্ধ্বগতি শুধু আফগানিস্তান নয়, বিশ্বের সব দেশের জন্যই খারাপ। আফগান সরকারসহ বেশকিছু পশ্চিমা দেশ পপি চাষে নিরুৎসাহিত করতে নানা পদক্ষেপ নিয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে এর পেছনে। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। পপি চাষ নিরুৎসাহিত করতে চাষীদের অন্যান্য বৈধ ফসল যেমন- গম, ডালিম অথবা জাফরান উৎপাদন করার প্রতি উৎসাহিত করা হয়।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১