ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৭৪ বছরের বৃদ্ধার পেটে ১৫২ ধাতব বস্তু!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
৭৪ বছরের বৃদ্ধার পেটে ১৫২ ধাতব বস্তু! এক্সরে রিপোর্টে বিষয়টি ধরা পড়ে, অপারেশনের পর বের করা হয় ১৫২টি ধাতব বস্তু

লোহার বস্তু খেলে শারীরিকভাবে আরো শক্তিশালী হওয়া যাবে, এমন ‘বিশ্বাস’ থেকে স্ক্রু, নাট, বল্টুসহ বিভিন্ন ধাতব বস্তু গ্রহণ করতে থাকেন রাশিয়ান এক নারী। একপর্যায়ে শরীরে যন্ত্রণা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর পেটে ধাতব বস্তুর উপস্থিতি নিশ্চিত হন চিকিৎসকরা। অপারেশনের পর বের করা হয় ১৫২টি ধাতব বস্তু।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ৭৪ বছর বয়সী নিনার আবাসস্থল রাশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ১৪৫ মাইল উত্তরে মঙ্গোলিয়া সীমান্তে। শরীরে উচ্চ তাপমাত্রা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে এক্সরে রিপোর্টে বিষয়টি ধরা পড়ে।

সমস্যা জটিল হয়ে পড়ায় চিকিৎসকরা অপারেশন করে তার পেট থেকে ১৫২টি ধাতব বস্তু বের করেন। যার মধ্যে রয়েছে- বড় বড় নখ, স্ক্রু, দরজার তালা, বল্টুসহ বিভিন্ন লৌহজাত বস্তু।  

ওই নারীর বরাত দিয়ে চিকিৎসকরা জানান, ১৪ বছর বয়স থেকে তিনি লোহা গ্রহণ করে আসছেন। তবে তাতে তার পাকস্থলি বা গলার কোনো ক্ষতি হয়নি।

ওই নারীর জীবন ঝুঁকিতে নেই জানিয়ে চিকিৎসকরা বলেন, হাসপাতালে তিনি আমাদের পর্যবেক্ষণে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।