ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি রাষ্ট্রদূত হত্যা পরিকল্পনা: ইরানের ওপর চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১
সৌদি রাষ্ট্রদূত হত্যা পরিকল্পনা: ইরানের ওপর চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন: সৌদি রাষ্ট্রদূতকে হত্যা পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইরানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বিশ্ব জুড়ে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে।



গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যা পরিকল্পনার জন্য দুই ইরানি নাগরিককে আটক করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড এই ষড়যন্ত্রের পরিকল্পনাকারী ও পরিচালক বলে অভিযোগ করছে যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ সরকার এই হত্যা পরিকল্পনাকে ‘সাংঘাতিক’ বলে বর্ণনা করেছে। এর যথাযথ জবাব দিতে ইরানকে বাধ্য করার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে ব্রিটেন সমর্থন দেবে বলে জানানো হয়েছে।

তবে ইরান এই অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেছেন, ‘অভিযোগে বলা হয়েছে, এই ষড়যন্ত্র ইরানের সমর্থনে, সহায়তায় এবং নির্দেশনায় করা হয়েছে। এটা যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লংঘন। ’

এই কর্মকা-ের জন্য জবাদ দিতে ইরানকে ধরা হবে বলে জানিয়েছেন হোল্ডিং।

তবে এর জন্য ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা এই মুহূর্তে বিবেচনা করা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা।

পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ‘ইরানকে একটি কঠিন বার্তা দিতে যুক্তরাষ্ট্র তার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পরামর্শ করবে। ’

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।