ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হামাস-ইসরায়েল বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১
হামাস-ইসরায়েল বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষর

গাজা: হামাসের হাতে আটক ইসরায়েলি সেনা গিলার্দ শালিতের বিনিময়ে এক হাজার ২৭ জন ফিলিস্তিনিকে মুক্তি দিতে রাজি হয়েছে ইসরায়েল। হামাস-ইসরায়েল এই বন্দি বিনিময় চুক্তির খবরে বুধবার উল্লাস প্রকাশ করেছে ফিলিস্তিনিরা।



গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের ইসলামপন্থী দল হামাস শালিতকে ২০০৬ সালে সীমান্ত অঞ্চলে আটক করে।

গত মঙ্গলবার এই চুক্তি সইয়ের ঘোষণা আসে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, শালিতকে কয়েক দিনের মধ্যেই মুক্তি দেওয়া হবে। ইসরায়েলের মন্ত্রীসভা শেষ রাতের বৈঠকের পর এই চুক্তির অনুমোদন দিয়েছে। ইসরায়েল পার্লামেন্টে ২৬ জন মন্ত্রী এর পক্ষে এবং তিনজন বিপক্ষে ভোট দিয়েছেন।

হামাসের নেতা খালেদ মেশাল চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সিরিয়ার রাজধানী দামেস্কে এক টেলিভিশন বক্তৃতায় তিনি বলেন, ‘এটা একটা জাতীয় অর্জন এবং এর জন্য আমরা গর্ব করি। ’

মেশাল জানান, বন্দিদের দুই ধাপে মুক্তি দেওয়া হবে। প্রথম পর্যায়ে ৪৫০ জনকে এক সপ্তাহের মধ্যে মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে সাম্প্রতিক সময়ে আটক হওয়া সব ফিলিস্তিনি নারীরাও রয়েছে।

দ্বিতীয় ধাপে ৫৫০ জনকে দুই মাসের মধ্যে মুক্তি দেওয়া হবে।

বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তির তালিকায় যে এক হাজার ২৭ জন রয়েছেন তাদের মধ্যে ৩১৫ জন ইসরায়েলে যাবজ্জীবন কারাদ- প্রাপ্ত। মেশাল জানান, এদের মধ্যে যারা ইতোমধ্যে ২০ বছরেরও বেশি সময় কারাগারে কাটিয়েছেন মুক্তির বিষয়ে তারা অগ্রাধিকার পাবেন।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।