হংকং: দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ অঞ্চল নিয়ে চীন-ভিয়েতনাম উত্তেজনা প্রশমনের লক্ষ্যে বুধবার একটি সমঝোতা চুক্তির ঘোষণা দিয়েছে দেশ দুটি। এই অঞ্চলে কিছু দ্বীপ ও সাগরের নিচের খনিজ নিয়ে দুই দেশের মধ্যে বহুদিন থেকেই দ্বন্দ্ব চলছে।
বিরোধ মেটাতে বছরে দুইবার আলোচনায় বসা এবং পরস্পরের ভিন্ন মতগুলো দ্রুত গোচরে আনতে দুই দেশের মধ্যে হটলাইন প্রতিষ্ঠা করার ব্যাপারে উভয়ে একমত হয়েছে।
সমঝোতা চুক্তিটি সই হয়েছে গত মঙ্গলবার চীনের রাজধানী বেইজং এ। এতে সই করেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঝ্যাং ঝিজুন এবং তার ভিয়েনামি প্রতিপক্ষ হো জুয়ান সান।
চুক্তি সই অনুষ্ঠানে পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং লাভালাভের কথা বিবেচনা করে সমুদ্র বিরোধের বিষয়গুলোর মৌলিক এবং দীর্ঘ মেয়াদি সমাধানের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও ভিয়েতনামের মধ্যে বিরোধ গত বছরের শেষ দিকে তুঙ্গে ওঠে, যখন এ বিষয়টি সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে চীন তার তীব্র বিরোধীতা করে।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১