ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে ভবনে আগুন, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
মুম্বাইয়ে ভবনে আগুন, নিহত ১৪ মুম্বাইয়ে চারতলা ভবনে ভয়াবহ আগুন। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে লোয়ার প্যারেল এলাকার কমলা মিলস ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চারতলা ওই ভবনে মাল্টিন্যাশনাল কোম্পানি ছাড়াও কয়েকটি গণমাধ্যমের কার্যালয় রয়েছে।

ভবনটির একটি তলার রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। যা পরে অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে।  

ভয়াবহ আগুনে ১৪জন নিহত হয়েছেন। এরমধ্যে ১২ জন নারীও রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

মুম্বাই পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্তলে ছুটে যায় ফায়ার সার্ভিস। এরই মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।  


বলা হচ্ছে, ভবনের তৃতীয় তলায় থাকা মোজো লাউঞ্জ নামে রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।