ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শতাধিক বন্দিকে মুক্তি দিল মিয়ানমার সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১
শতাধিক বন্দিকে মুক্তি দিল মিয়ানমার সরকার

ইয়াঙ্গুন: সাধারণ ক্ষমার অংশ হিসেবে বুধবার শতাধিক বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সেনা সমর্থিত সরকার। এই বন্দিদের মধ্যে রাজনৈতিক বন্দিরাও রয়েছেন।



মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি জানিয়েছেন, একশ’রও বেশি রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
দেশটির জনপ্রিয় কৌতুক অভিনেতা জারগানারও এদের মধ্যে রয়েছেন।

২০০৮ সালে সাইক্লোন নার্গিসের ব্যাপারে সরকারি পদক্ষেপের প্রকাশ্য সমালোচনা করায় তাকে আটক করা হয়। ওই ঘূর্ণিঝড়ে এক লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

মুক্তির পর জারগানার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, এই মুক্তি নিয়ে এখনও তিনি সংশয় বোধ করছেন। এই মুক্তিকে শর্তযুক্ত বলে বর্ণনা করেন তিনি। তিনি বলেন, ‘তাদের দৃষ্টিতে যদি আমি কোনো ভুল করি তাহলে তারা আমাকে আবার কারাগারে পাঠাবে। ’

তিনি বলেন, ‘আজকে আমি খুশি নই। কারণ, কারাগারে এখনও আমার অনেক বন্ধু রয়েছে। ’

মিয়ানমারে সামরকি জান্তার বিরুদ্ধে ১৯৮৮ সালে সংঘটিত ব্যর্থ অভ্যুত্থানের নেতারা এখনও জেলেই আছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার মিয়ানমার সরকার ৬ হাজার কারাবন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয়। তবে তাদের মধ্যে কতজন রাজনৈতিক বন্দি থাকবেন তা পরিষ্কার নয়। যাদের মুক্তি দেওয়ার কথা বলা হচ্ছে, তাদের কোনো তালিকা প্রকাশ করেনি সরকার।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।