নয়াদিল্লি: ভারতের উত্তরাঞ্চলে পানিবাহিত এনসেফালাইটিসে (মস্তিষ্কের প্রদাহ) আক্রান্ত হয়ে ৪০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। মৃতদের বেশিরভাগই শিশু।
উত্তর প্রদেশের গোরখপুর অঞ্চলে প্রায় ২৩০০ জন এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একজন চিকিৎসক একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, প্রতিদিন যে হারে শিশু মরছে তা কল্পনাতীত।
১৯৭৮ সালে এনসেফালাইটিস চিহ্নিত হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ওই হাসপাতালে ৬ হাজার শিশু প্রাণ হারিয়েছে। চিকিৎসকরা জানান, এ বছর বেশিরভাগ মৃত্যুই হয়েছে জুলাই থেকে।
হিমালয়ের পাদদেশে নেপাল সীমান্ত সংলগ্ন গোরখপুর অঞ্চলে বর্ষাকালে এই রোগ নিয়মিতই দেখা দেয়। ওই নিচু এলাকায় প্রায়ই বন্যা হয় এবং জলাবদ্ধ থাকে। স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় ওই অঞ্চল মশার প্রজননের উর্বর ভূমি।
এখানকার গ্রাম এলাকার অধিকাংশ লোকজনই খোলা স্থানে মলমূত্র ত্যাগ করে। চিকিৎসকরা বলছেন, আক্রান্তরা ওই এলাকার ১০ থেকে ১২টি জেলা থেকে এসেছে। এদের বেশিরভাগই গরীব।
২০০৫ পর্যন্ত বেশির মৃত্যুর কারণ ছিল জাপানি এনসেফালাইটিস। এই রোগটির জীবাণু মশাবাহিত এক প্রকার ভাইরাস।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১