ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন পরমাণু চুক্তি প্রত্যাখান পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১
নতুন পরমাণু চুক্তি প্রত্যাখান পাকিস্তানের

ইসলামাবাদ: পরমাণু জ্বালানি উৎপাদন নিষিদ্ধ সংক্রান্ত একটি নতুন চুক্তি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

জাতিসংঘের সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক কমিটিতে বুধবার বক্তব্য রাখার সময় পাকিস্তানের এই অবস্থানের কথা জানান জাতিসংঘে দেশটির স্থায়ী উপ-প্রতিনিধি রাজা বশির তারার।



তিনি বলেন, ‘পরমাণু অস্ত্রের জ্বালানি হিসেবে ব্যবহারযোগ্য বস্তু উৎপাদন নিষিদ্ধ করার বিরুদ্ধতা করা পাকিস্তানের জন্য অপরিহার্য। কারণ হিসেবে তিনি বলেন, এটা পাকিস্তানের জন্য ভাল নয়।

এ সময় পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক শক্তিগুলোর বৈষম্যমূলক আচরণের তীব্র সমালোচনা করেন রাজা বশির। তিনি জোর দিয়ে বলেন, ‘পরমাণু জ্বালানি উৎপাদন নিষিদ্ধ করলে তা পাকিস্তানের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়। ’

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।