ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১
ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ১৭

বাগদাদ:  ইরাকের রাজধানী বাগদাদে বুধবার পাঁচটি পৃথক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষ ৪২ জন।

দেশটির নিরাপত্তা কর্মকর্তরা এ কথা জানিয়েছেন।

সংবাদদাতারা জানান, দু’জন আত্মঘাতী বোমা হামলাকারী  উত্তর পশ্চিমাঞ্চলের হুরিয়া জেলায় এবং মধ্যাঞ্চলীয় আল ওয়াইয়া জেলায় মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরণ ঘটায়।

ওই দুই হামলায় ১১ জন এবং অপর হামলাগুলোতে মোট ৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার সকালের দিকে আল-ওয়াইয়া পুলিশ স্টেশনে প্রথম আত্মঘাতী হামলাটি হয়।

অপর বিস্ফোরণটি ঘটে হুরিয়ার পার্শ্ববর্তী একটি ব্যস্ততম আবাসিক এলাকায় একটি পুলিশ তল্লাশি চৌকিতে। এটি ইরাকে শিয়া ধর্মীয় মাহদি আর্মির নেতা মুকদাতা আল সদরের একটি শক্ত ঘাঁটি।

এই দুই বোমা হামলায় কমপক্ষে ৪২ জন আহত হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, একই দিন দক্ষিণাঞ্চলীয় জেলায় বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। রাজধানী শহরের পশ্চিমে রাস্তার পাশে পেতে রাখা বোমায় নিহত হয়েছে দুই পুলিশ সদস্য। পশ্চিমাঞ্চলীয় একটি জেলায় ইরাকি সেনাদের লক্ষ্য করে চালানো হামলায় একজন বেসামরিক লোক নিহত হন।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি বাগদাদ থেকে জানান, রাজধানীর মধ্যে আত্মঘাতী হামলা বেড়ে যাওয়া খুবই উদ্বেগের বিষয়।

উল্লেখ্য, এবছরের শেষ দিকে মার্কিন সেনা ইরাক ছেড়ে চলে যাওয়ার কথা। বুধবার সকালে আত্মঘাতী বোমা হামলাকারীদের একজন বাগদাদের একটি প্রধানতম মোড় আল-ওয়াইয়া পুলিশ স্টেশনে হামলা চালায়।

সংবাদদাতারা বলছেন, পুলিশের কাছে ভারী অস্ত্র না থাকায় তারাই এই বোমা হামলার শিকার হয় বেশি।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।