আম্বালা: ভারতের আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে একটি গাড়ির মধ্যে থেকে ৫ কেজির বেশি বিস্ফোরক, দুটি টাইমার এবং পাঁচটি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে একটি সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার ইঙ্গিত পাওয়ার পর অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
গাড়িটি হরিয়ানায় রেজ্রিস্ট্রশন করা। কিন্তু পুলিশ মনে করছে এটা নকল। গাড়িতে জম্মু থেকে কেনা একটি মিষ্টির প্যাকেটও পাওয়া গেছে।
আম্বালা রেল স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশের সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
নয়া দিল্লির বিশেষ দল ও হরিয়ানা পুলিশ এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড যৌথভাবে বিষয়টির তদন্তে নেমেছে।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১