ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আম্বালা স্টেশনে গাড়িভর্তি বিস্ফোরক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১
আম্বালা স্টেশনে গাড়িভর্তি বিস্ফোরক উদ্ধার

আম্বালা: ভারতের আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে একটি গাড়ির মধ্যে থেকে ৫ কেজির বেশি বিস্ফোরক, দুটি টাইমার এবং পাঁচটি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে একটি সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার ইঙ্গিত পাওয়ার পর অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

ওই গাড়িটি স্টেশন এলাকায় পার্কিং করা ছিল।

গাড়িটি হরিয়ানায় রেজ্রিস্ট্রশন করা। কিন্তু পুলিশ মনে করছে এটা নকল। গাড়িতে জম্মু থেকে কেনা একটি মিষ্টির প্যাকেটও পাওয়া গেছে।

আম্বালা রেল স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশের সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

নয়া দিল্লির বিশেষ দল ও হরিয়ানা পুলিশ এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড যৌথভাবে বিষয়টির তদন্তে নেমেছে।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।