ক্যালিফোর্নিয়া: ক্যালিফোর্নিয়ার একটি ব্যস্ত সেলুনে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৮ জন নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
বন্দুকধারীকে ধাওয়া করে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার পুলিশ সার্জেন্ট স্টিভ বোলস।
বন্দুকধারী একটি প্রাইভেট কারের ভেতর থেকে ওই সেলুনে গুলি চালায়। এ সময় বিভিন্ন অস্ত্রে সজ্জিত ছিল তার শরীর। এছাড়া তার গাড়ি থেকেও বিভিণ্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। বন্দুকধারীর নাম জানাতে পারেনি এবং এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডের কারণও উদঘাটন করতে পারেনি পুলিশ।
বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১