ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির ছেলে ধরা পড়েছে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১
গাদ্দাফির ছেলে ধরা পড়েছে!

ত্রিপোলি: লিবিয়ার ক্ষমতাচ্যুত পলাতক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে মুতাচ্ছিম গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছেন বলে দাবি করা হয়েছে।

বিদ্রোহীদের নিয়ন্ত্রি¿ত দেশটির জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) কয়েকজন কর্মকর্তা জানান, এনটিসির যোদ্ধারা মুতাচ্ছিমকে যুদ্ধরত গাদ্দাফির নিজের শহর সিরত থেকে আটক করেছে।



তবে মুতাচ্ছিমের আটক হওয়ার বিষয়ে অন্য কোনো নিরপেক্ষ সূত্র থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমন কি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শক্ত ঘাঁটি বেনগাজি থেকেও এ বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

যদিও মুতাচ্ছিমের আটক হওয়ার খবরে কয়েকটি শহরে বন্দুকের গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করেছে জনতা।

লিবিয়ার একজন মুখপাত্র জানান, মুতাচ্ছিম যে ধরা পড়েছেন, সে বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
 
উল্লেখ্য, অতীতেও লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম এবং তার মুখপাত্র মুসা ইব্রাহিমের আটক হওয়ার বিষয়ে ভুয়া খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু পরে তাদের ধরা পড়ার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এমনকি আজ পর্যন্ত তারা ধরা পড়েননি।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি ত্রিপোলি থেকে জানান, যদি মুতাচ্ছিম ধরা পড়েই থাকেন, তাহলে সেটা এনটিসিসির জন্য একটা বড় ধরনের সাফল্য। কারণ তিনি গাদ্দাফি সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এবং তার বাবার জাতীয় নিরাপত্তা পরামর্শক।

এনটিসি সেনারা জানান, তারা সিরতের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ করছেন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।