ওয়াকল্যান্ড, (ক্যার্লিফোর্নিয়া): ক্যার্লিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াকল্যান্ডের আমট্রাক স্টেশনে দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৮ জন আহত হয়েছে।
একটি টেলিভিশন চ্যানেল জানায়, বুধবার রাত ১০টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত ওই ট্রেন দুটির একটি ট্রেনের যাত্রী আলটং স্মিথ সানফ্রান্সিসকো টেলিভিশনকে জানান, দুর্ঘটনার সময় মারাত্মক ঝাঁকুনির সুষ্টি হয়েছিল।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১