ওয়াশিংটন: বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় তার নাগরিকদের ভ্রমণের ওপর এক সতকর্তা জারি করেছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যা পরিকল্পনার সঙ্গে ইরানের জড়িত থাকার অভিযোগের সাপেক্ষে এই সতকর্তা জারি করল দেশটি।
মঙ্গলবার জারি করা নতুন ওই ভ্রমণ নিষেধাজ্ঞায় পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ওই ব্যর্থ পরিকল্পনা প্রমাণ করে যে, ইরান আরও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত।
এতে আরও বলা হয়, যেহেতু সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র হয়েছে, সেহেতু ইরানি অর্থে পরিচালিত হামলা যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে আঘাত হানতে পারে।
এই নিষেধাজ্ঞার মেয়াদ ২০১২ সালের ১১ জানুয়ারি শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১