কাঠমান্ডু: নেপালের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার যাত্রী বোঝাই একটি বাস পাহাড়ী রাস্তা থেকে গড়িয়ে নিচে আছড়ে পড়লে কমপক্ষে ৪৩ জন আরোহী নিহত হয়েছেন। বাসটির আরও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা লোকেন্দ্র শ্রেষ্ঠ জানান, রাজধানী কাঠমান্ডু থেকে ২৪০ কিলোটিার পূর্বে ঝাগাঝোলি গ্রামে সানকুসি নদীর ঠিক উপরে গাছের ওপর বাসটি আটকে রয়েছে। পুলিশ, সেনা সদস্য এবং গ্রামাবাসী হতাহতদের উদ্ধারে কাজ করছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ৪৩টি মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে এখনও অনেক আরোহী নিখোঁজ রয়েছেন। দুমড়েমুচড়ে যাওয়া বাসটির নিচে অথবা নদীতে অনেকে ছিটকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলের আশপাশে শরীরের কিছু ছিন্নভিন্ন অংশ পড়ে থাকতে দেখা গেছে।
প্রসঙ্গত, সম্প্রতি দুই সপ্তাহব্যাপী জাতীয় উৎসব শেষ হওয়ায় নেপালের বাসগুলোতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী উঠানো হচ্ছে। লোকজন বাসে করে গ্রাম থেকে শহরে কাজে ফিরছে।
দুর্ঘটনা কবলিত বাসটি বিপি কৈরালা মহাসড়কে চলছিল। রাস্তাটি খুবই সংকীর্ণ।
তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন নেপালে বাস দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। এর জন্য পুরাতন যানবাহন এবং রাস্তার খারাপ অবস্থাকেই দোষারোপ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১