ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সীমান্তে হামলা বরদাস্ত করা হবে না: কায়ানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১
সীমান্তে হামলা বরদাস্ত করা হবে না: কায়ানি

ইসলামাবাদ: আফগানিস্তান থেকে পাকিস্তানের সীমান্ত অঞ্চলে কোনো হামলা আর বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির সেনা প্রধান জেনারেল আশফাক কায়ানি।  

বৃহস্পতিবার পাক-আফগান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মার্ক গ্রোসম্যানের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন কায়ানি।

তবে বৈঠকে তিনি পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করেন।

পাক সেনা প্রধান কায়ানি জানান, পাকিস্তান পাক-আফগান সীমান্তে সন্ত্রাসীদের তৎপরতা বন্ধ করতে উদ্যোগ নিয়েছে। এই অঞ্চলে সন্ত্রাস দমনে একটি ত্রিপক্ষীয় কমিশন গঠনের আহ্বান জানান তিনি। এই কমিশনের কাজ হবে অধিক গোয়েন্দা তথ্য বিনিময়।

মার্ক গ্রোসম্যান পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক এবং সামরিক নেতাদের সঙ্গে আলোচনার জন্য বৃহস্পতিবার পাকিস্তানে পৌঁছেছেন। এদিন তিনি সেনা প্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি এবং প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

পাকিস্তানি দৈনিক ডনের খবরে বলা হয়, গ্রোসম্যান-কায়ানি বৈঠকে হাক্কানি নেটওয়ার্কসহ অন্যান্য নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তানের মাটি পাকিস্তানর বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে বলে বৈঠকে অভিযোগ করেন কায়ানি।

গ্রোসম্যান বলেন, ‘দুটি মিত্র দেশের মধ্যে সম্পর্কের যে ক্ষতি হয়েছে তা অস্থায়ী এবং দুইপক্ষকে এটা মনে না রেখে সামনে এগিয়ে যাওয়া উচিৎ। ’

তিনি বলেন, ‘পাকিস্তানসহ এই অঞ্চলের দেশগুলো সন্ত্রাসী হামলার মুখোমুখি হচ্ছে এবং এই কারণেই যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায়। ’

উল্লেখ্য, হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে পাকিস্তানের সামরকি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের গোপন আঁতাত রয়েছে সম্প্রতি মার্কিন কর্মকর্তাদের এমন অভিযোগের প্রেক্ষিতে পাক-মার্কিন সম্পর্কে ফাটল ধরে। গ্রোসম্যানের এই সফর সেই সম্পর্ক পুনরুদ্ধার প্রচেষ্ঠারই অংশ।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।