ওয়াশিংটন: আরেকবার হোঁচট খেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার কর্মসংস্থান বিল গত বুধবার সিনেটে নাকচ হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংসস্থান সৃষ্টিতে ওবামার ৪৪ হাজার ৭শ কোটি ডলারের একটি পরিকল্পনার পক্ষে ভোট পড়েছে ৫০ আর বিপক্ষে পড়েছে ৪৯টি। বিলটি পাস হতে ৬০টি ভোটের প্রয়োজন ছিল।
ভোট শেষ হওয়ার কিছু আগে এক বিবৃতিতে ওবামা বলেছিলেন, ‘আজকের এই ভোটই সংগ্রামের শেষ নয়। ’ ভোট শেষে ফলাফল অবশ্য তার বক্তব্যের সঙ্গে সঙ্গতি রেখেছে। তবে পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। যতো দ্রুত সম্ভব এর একটু একটু করে বাস্তবায়ন ঘটানো হবে বলে প্রতিজ্ঞা করেছেন ওবামা।
তিনি আরও প্রতিজ্ঞা করেন, এই বিল তিনি ধারাবাহিকভাবে সিনেটে উত্থাপনের মাধ্যমে রিপাবলিকানদের ওপর রাজনৈতিক চাপ বাড়াবেন যাতে তারা মধ্যবিত্তদের সহায়তার জন্য তহবিল গঠন এবং তার এই পরিকল্পনার অর্থ সংগ্রহের জন্য আমেরিকার সবচে ধনী লোকদের ওপর কর বৃদ্ধির বিরোধিতা করে।
তিনি বলেন, ‘অনেক আমেরিকানের কাজ নেই এবং অনেক পরিবার সংগ্রাম করছে। এর উত্তরের জন্য আমরা ‘না’ গ্রহণ করতে পারি না। বস্তুত, আমেরিকানরাও ‘না’ উত্তর চায় না। ’
তবে ওবামার এই বিলের বিরোধিতা শুধু বিরোধী রিপাবলিকানরাই নয় খোদ নিজ দল ডেমোক্র্যাটের অনেক সিনেটরও করেছেন। অতএব, বিলটি অবশেষে দুই দলের বিরোধিতায় নাকচ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।
ইউরোজোনের নাজুক অর্থনীতির সঙ্গে হুমকির মুখোমুখি মার্কিন অর্থনীতিকে বাঁচাতে প্রবৃদ্ধি বাড়ানো, বেকার সমস্যা দূরীকরণ এবং অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরিতে কয়েক সপ্তাহ ধরে অক্লান্ত পরিশ্রম করছেন ওবামা।
কিন্তু রিপাবলিকান শিবির থেকে যেভাবে এর বিরোধিতা করা হচ্ছে তাতে বিলটি কখনোই পাস হবে না বলেই মনে হয়। তবে গণমুখী এসব নীতির বাস্তবায়নের ওপরই ওবামার দ্বিতীয় মিয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নির্ভর করছে।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১