পেশওয়ার: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার মার্কিন ড্রোন (চালক বিহীন বিমান) হামলায় হাক্কানি নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ নেতা জানবাজ জদরান নিহত হয়েছে।
একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা হাক্কানি নেটওয়ার্কের এই গুরুত্বপূর্ণ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
দেশটির স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা জানান, ওয়াশিংটন এই জঙ্গিগোষ্ঠীটিকে আফগানিস্তানের জন্য হুমকি এবং এটি পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর সমর্থনপুষ্ট বলে অভিযোগ করে।
হাক্কানি নেটওয়ার্কের এই গুরুত্বপূর্ণ নেতা এমন এক সময়ে নিহত হলেন যখন পাকিস্তান-আফগানিস্তানের বিশেষ দূত মার্ক গ্রোসম্যান পাকিস্তােেনর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য দেশটিতে সফরে রয়েছেন।
দিন কয়েক আগে আফগানিস্তানে মার্কিন দূতাবাস এবং ন্যাটোর অন্যান্য স্থাপনায় হামলা চালানোর জন্য ওয়াশিংটন এই জঙ্গিগোষ্ঠীকে দায়ী করে।
এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্টের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে খানিকটা চির ধরে।
তারা এই তথ্য দেওয়ার জন্য কোন কর্তৃপক্ষ নয় দাবি করে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের কর্মকর্তারা জানান, আফগান সীমান্তের কাছে হাক্কানি নেটওয়ার্কের অভয়াশ্রম উত্তরওয়ারিস্তানে এই হামলায় অন্য দুই জঙ্গিও নিহত হয়। তারা আরও জানান, ‘জলিল’ নামে পরিচিত হাক্কানি নেটওয়ার্কের এই নেতা জঙ্গিগোষ্ঠীটির সমন্বয়কের দায়িত্বে ছিলেন।
এক কর্মকর্তা জানান, ‘জলিল’ হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে সম্পর্কিত। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, যুদ্ধক্ষেত্রে জদরান হাক্কানি নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ জ্যেষ্ঠ নেতা ছিলেন। ওই আরও কর্মকর্তা বলেন, জদরান কাবুলে ন্যাটো সেনা এবং আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলায় সহায়তা করেছেন।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১১