নিউইয়র্ক: সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে গত সাত মাস ধরে চলা বিক্ষোভে মোট ৩ হাজার জন মানুষ প্রাণ হারিয়েছে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশন এ তথ্য দিয়েছে।
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাই বলেন, ‘নিহতদের মধ্যে কমপক্ষে ১৮৭টি শিশু রয়েছে এবং গত দশ দিনেই মারা গেছে একশ জন মানুষ। ’
জাতিসংঘ আরও জানিয়েছে, আসাদ সরকার শত শত বিক্ষোভকারীকে আটক করেছে।
পিল্লাই সতর্ক করে দিয়ে বলেছেন, বেপরোয়া নিপীড়ন দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঢেলে দিতে পারে।
তিনি বলেন, ‘সিরিয়ায় সামগ্রিক সুরক্ষামূলক পদক্ষেপ নেওয়া এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সব সদস্যের দায়িত্ব। ’
জাতিসংঘের মুখপাত্র রুপার্ট কোলভাইল বলেছেন, ‘শত শত সিরীয়কে বন্দি করা হয়েছে, তাদের ওপর অত্যাচার চলছে এবং অনেকের খোঁজ মিলছে না। ’
তিনি আরও বলেন, ‘বিরোধীদের সমর্থক পরিবারের সদস্যরা দেশে এবং বিদেশে আসাদ সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। ’
এদিকে, গত বৃহস্পতিবারের বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে বলে সিরিয়ার মানবাধিকার কর্মীরা জানিয়েছেন।
সিরিয়ায় ব্রিটেন ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক দল জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর বানাশে সরকারি বাহিনীর হামলায় ১০ জন নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলী হারা শহরে অস্ত্রধারীদের গুলিতে নিহত হয়েছে কমপক্ষে ৯ সেনা।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১১