লন্ডন: যুক্তরাজ্যে ১০ হাজারেরও বেশি শিশু সংঘবদ্ধ অপরাধীদের (গ্যাং) হাতে ভয়াবহ রকমের যৌন নির্যাতনের শিকার হয়েছে। এমনকি প্রতিদিন অনেক শিশু এমন নির্যাতনের শিকার হচ্ছে।
সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, ১০ হাজারেরও বেশি শিশু যৌন নির্যাতনের শিকার হয়ে থাকতে পারে। তবে আশঙ্কার কথা হলো, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে।
সিউ বেরেলোইজ জানান, ‘এই মুহূর্তেই হাজার হাজার শিশু সংঘবদ্ধ অপরাধীদের (গ্যাং) হাতে ভয়াবহ রকমের যৌন নির্যাতনের শিকার হচ্ছে। ’
তিনি এই নির্র্যাতনের মাত্রা এবং ব্যাপ্তি জানতে দুই বছর মেয়াদি তদন্ত কাজ শুরু করেছেন। ব্রিটিশ শিশু বিষয়ক কমিশনার ম্যাগি অ্যাটকিনসন এই তদন্তকে বর্ণনা করেন, ‘আমাদের সবার জন্য জেগে ওঠার আহ্বান’ বলে।
যৌন নির্যাতনের শিকার হওয়া এই শিশুদের বয়স ১১ বছরেরও নিচে। এদের টার্গেট করে পুরুষদের দ্বারা গঠিত গ্রুপ অথবা গ্যাং। বিভিন্ন উপহার দিয়ে ভুলিয়ে ধরে নিয়ে এদের বিক্রি অথবা পাচার করে দেওয়া হয়।
বেরেলোইজ জানান, ব্রিটেনে সব জাতি-গোষ্ঠীর শিশুরাই এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে।
যৌন নির্যাতনের শিকার হওয়া এক তরুণী এমা বলেন, তাকে যখন প্রথম টার্গেট করা হয় তখন তার বয়স ১২ বছর। এমা বলেন, ‘তারা আমার সঙ্গে খুবই নোংরা আচরণ করে। এটা খুবই জঘন্য। তারা আমাকে একেবারে অসহায়ভাবে পেয়ে বসল। আমার সঙ্গে খুবই সহিংস আচরণ করা হত এবং হুমকি দিত। প্রতি সপ্তাহে একবার করে তারা আমাকে ধর্ষণ করা শুরু করল। এমনকি অন্য লোকের সঙ্গেও আমাকে বিছানায় যেতে হতো। ’
১৪৪টি স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে ৩৩টির পরিচালিত সংক্ষিপ্ত এক জরিপে দেখা গেছে, মাত্র এক দিনেই এক হাজারেও বেশি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।
শিশু বিষয়ক কমিশনের বিশ্বাস, সংঘবদ্ধ গ্রুপের দ্বারা সংঘটিত যৌন নির্যাতন দেশের সব অঞ্চলের জন্যই হুমকি।
শিশু যৌন নির্যাতনের বিষয়ে গঠিত তদন্ত দলটি পুলিশ, স্থানীয় কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য ও কিশোর অপরাধ বিষয়ক কর্মীদের কাছ থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করবে। এই তথ্য সংগ্রহ কাজ চলবে আগামী বছরের প্রথম পর্যন্ত এবং ওই বছর জুলাইয়ে তারা একটি মধ্যবর্তী প্রতিবেদন দেবে।
চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে ২০১৩ সালের সেপ্টেম্বরে।
এদিকে ব্রিটিশ সরকার শিশু নির্যাতনের সমস্যা মোকাবেলায় প্রণীত একটি কৌশলপত্র আগামী নভেম্বরে প্রকাশ করবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১১