রোম: আস্থা ভোটে সামান্য ব্যবধানে জিতে গেলেন ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। শুক্রবার পার্লামেন্টে আস্থা ভোটে উতরে গেলেও ভোটের ব্যবধান অনেক কম হওয়ায় দেশের অর্থনৈতিক দূরাবস্থা থেকে উত্তরণে তিনি শক্ত হাতে নেতৃত্ব দিতে পারবেন কি না সে ব্যাপারে সন্দেহ দেখা দিচ্ছে।
পার্লামেন্টের নি¤œকক্ষে অনুষ্ঠিত আস্থা ভোটে বেরলুসকোনির রক্ষণশীল দল জিতেছে ৩১৬-৩০১ ভোটে। গত কয়েক দিন ধরে চলা উৎকণ্ঠার পর এদিন ভোটের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে বেরলুসকোনির মিত্ররা হাততালি দিয়ে তাকে স্বাগত জানান।
ইতালির প্রধানমন্ত্রী বেরলুসকোনি সংসদে এমন এক সময়ে এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন যখন তাকে নারী কেলেঙ্কারি এবং অর্থনৈতিক সংকট মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে।
তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি, ঘুষ লেনদেন এবং ক্ষমতার অপব্যাহারের অভিযোগ রয়েছে।
এর আগে একটি যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লে কয়েক মাস আগে পার্লামেন্টে আস্থা ভোট ডাকা হয়। সেবারও অবশ্য খুব কম ভোটের ব্যবধানে উতের যান বেরলুসকোনি।
সম্প্রতি ইতালির ঋণমান (ক্রেডিড রেটিং) নিচে নেমে গেছে এবং আস্থা ভোটের কারণে দেশটির পার্লামেন্ট এ সপ্তাহে বাজেট পেশ করতে ব্যর্থ হয়েছে।
গত মঙ্গলবার মাত্র এক ভোটের কারণে বাজেটের একটি অনুচ্ছেদের অনুমোদন না হওয়ায় এই আস্থা ভোট ডাকা হয়। পরে অবশ্য বলা হয়, অর্থমন্ত্রী ৩০ সেকেন্ড সময়ের ব্যবধানে ব্যালট সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১১