ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্সের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১১
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্সের পদত্যাগ

লন্ডন: সপ্তাহব্যাপী বিতর্কের পর অবশেষে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স। শুক্রবার প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে পদত্যাগ পত্র দিয়েছেন বলে জানা গেছে।



পদত্যাগ পত্রে ফক্স ক্যামেরনকে জানান, ভুলবশত তিনি ব্যক্তিগত এবং পেশাগত দায়িত্ব কলুষিত হতে দিয়েছেন। এর জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, ফক্স আর দায়িত্বে থাকতে পারবেন না।

অ্যাডাম ওয়েরিটি নামে এক ব্যক্তির সঙ্গে নিয়মবহির্ভুত যোগাযোগ ছিল ফক্সের। তাকে তিনি ব্যক্তিগত উপদেষ্টার মর্যাদা দিয়েছিলেন। এমনকি ১৮টি বিদেশ ভ্রমণে তাকে সঙ্গে নিয়েছিলেন ফক্স, অথচ ওয়েরিটির কোনো অফিসিয়াল দায়িত্ব ছিল না। এক সময় তারা একই ফ্ল্যাটে থাকতেন।

মন্ত্রণালয়ের নিয়ম ভঙ্গের অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী ফক্সের বিরুদ্ধে তদন্ত করেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।