ব্যাংকক: বন্যায় থাইল্যান্ডের ১০টি প্রদেশ ঝুঁকির মধ্যে রয়েছে। খাল কেটে ব্যাংককের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর রক্ষায় কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ।
অর্থনীতির কেন্দ্রস্থল, শিল্পাঞ্চল, প্রদেশিক রাজধানী ব্যাংকক ও সুবর্ণভূমি বিমানবন্দর রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে বলে ইংলাক একটি জাতীয় টেলিভিশন ও রেডিওতে শনিবার জানান।
ব্যাংকক কর্তৃপক্ষ এ বন্যার কারণে প্রায় এক কোটি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
ইংলাক বলেন, ‘থাইল্যান্ডে কয়েক মাসের বন্যায় কমপক্ষে ৩০০ মানুষ মারা গেছে। আর উদ্বাস্তু হয়েছে ২০ লাখেরও বেশি, থাইল্যান্ডের ইতিহাসে যা ভয়াবহ। ’
তিনি আরও বলেন, ‘আমরা সঙ্কট সমাধানে কাজ করে যাচ্ছি। সেই সঙ্গে বন্যা প্রতিরোধে দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণ করা হবে। ’
এদিকে বন্যায় ব্যাংককের ৬৭ কিলোমিটার উত্তরের শিল্পাঞ্চল আইয়ুত্থাইয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যেখানে জাপানারে বিখ্যাত কোম্পানি নাইকন ও পাইওনিরের কারখানা রয়েছে।
থাইল্যান্ড কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্রাসার্ন ত্রাইরাটবরাকল জানিয়েছেন, এ দুর্যোগে ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। মোট ৯৩০টি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শিল্প মন্ত্রণালয়ের এক তথ্যে জানা যায়।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১