ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে পাকিস্তানি গুলি, ৪ সৈন্যসহ ৭ জন নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
জম্মু-কাশ্মীরে পাকিস্তানি গুলি, ৪ সৈন্যসহ ৭ জন নিহত সীমান্তে প্রহরারত ভারতীয় সেনা

পাকিস্তানি সৈন্যদের ছোড়া গুলিতে ভারতের জম্মু ও কাশ্মীরে রোববার ৪ সৈন্য ও ৩ বেসামরিক লোকসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। বেসামরিক তিনজনের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরও রয়েছে। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, রোববার সীমান্তের ওপার থেকে পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণে ৪ সৈন্যসহ ৭ জনের মৃত্যু হয়েছে পৃথক ৪টি স্থানে।

ভোরের দিকে পুঞ্চ জেলার কৃষ্ণঘাঁটি  লক্ষ্য করে পাকিস্তানি সৈন্যরা অস্ত্রবিরতি ভেঙে গুলিবর্ষণ শুরু করলে একজন জওয়ান গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

এছাড়া রাজুরি জেলায় ভারতীয় অবস্থান লক্ষ্য করে পাকিস্তানিদের গুলিবর্ষণে মারা গেছে তিনজন ভারতীয় সেনা।  

আর বাদবাকি নিহতরা বেসামরিক লোক। এরা নিহত হয়েছে অন্য দুটি স্থানে পাকিস্তানি সেনাদের রাতভর গুলিবর্ষণে।

ভারতীয় পক্ষের অভিযোগ, পাকিস্তানি বাহিনী অস্ত্রবিরতি অমান্য করে সীমান্তবর্তী ভারতীয় গ্রামগুলোকে লক্ষ্য করে নির্বিচার গুলি বর্ষণ করে চলেছে। এ নিয়ে গত তিনদিনে পাকিস্তানিদের গুলিবর্ষণে কমপক্ষে ১০জন ভারতীয় নিহত হয়েছে। আহত হয়েছে এর কয়েকগুণ।

পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণের জবাবে ভারতীয় সেনারাও পাল্টা ও সমুচিত জবাব দিয়ে যাচ্ছে বলে সেখানকার একজন দায়িত্বশীল সেনা কর্মকর্তা দাবি করেন।

‘পাকিস্তানিরা একটি গুলি চালালে হাজার গুলি দিয়ে জবাব দেওয়া হবে’ মর্মে শুক্রবার ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুশিয়ার উচ্চারণ করার পর পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণের মাত্রা আরও বেড়ে গেছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।