ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানের হুয়ালিন শহরে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দ্বীপটির পূর্ব উপকূল থেকে ২০ কিলোমিটার দক্ষিণে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

এতে রাস্তাঘাট ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পে একটি হোটেল ধসে পড়েছে। এর ভেতরে কমপক্ষে ৩০ জন আটকা পড়েছে বলে জানা গেছে। তাদের উদ্ধার করতে কাজ শুরু হয়েছে।

তাইওয়ানের দ্বীপ দুটি টেকটনিক প্লেটগুলির একটি জংশনের কাছাকাছি অবস্থিত। এজন্য সেখানে নিয়মিত ভূমিকম্প আঘাত হানে।

দুই বছর আগে ঠিক একই তারিখে (৬ ফেব্রুয়ারি, ২০১৬) তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর তাইনানের কাছে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১১৬ জনের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।