ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে মার্কেটে সন্ত্রাসী হামলায় নিহত ২, জিম্মি ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
ফ্রান্সে মার্কেটে সন্ত্রাসী হামলায় নিহত ২, জিম্মি ৬ সুপার-ইউ সুপারমার্কেটে জিম্মি সংকট

ঢাকা: ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ত্রেবেসের একটি সুপারমার্কেটে বন্দুকধারীর হামলায় অন্তত দু’জন নিহত হয়েছে। হামলাকারী জিম্মি করে রেখেছে আরও ছয়জনকে। ঘটনাটিকে ‘গুরুতর’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় শুক্রবার (২৩ মার্চ) বেলার ১১টার পর পার্বত্য শহর কারাকাসোনের অদূরে ছোট্ট শহর ত্রেবেসের ‘সুপার-ইউ’ নামে মার্কেটটিতে এ হামলা চালানো হয়।

স্থানীয় লোকজন বলছেন, ভেতরে ঢুকেই অন্তত আটজনকে জিম্মি করে বন্দুকধারী।

পরে মার্কেটের কসাইসহ দু’জনকে হত্যা করা হয়।  

পুলিশের বরাত দিয়ে দু’জনের মৃত্যুর খবর দিয়েছে যুক্তরাজ্যের একটি প্রভাবশালী সংবাদমাধ্যম।

ঘটনাটিকে ‘গুরুতর’ উল্লেখ করে প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপ বলেছেন, ঘটনাস্থলে ছুটে গেছে নিরাপত্তা বাহিনী। জিম্মি সংকট অবসানে অভিযানের প্রস্তুতিও নিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

স্থানীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে ত্রেবেস মেয়র এরিক মেনাস্সি বলেছেন, আপাতত ভেতরে শুধুমাত্র বন্দুকধারী একাই রয়েছেন। জিম্মি সবাই বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, ২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিস হামলায় প্রধান অভিযুক্ত সালাহ আবদেসলামের মুক্তি দাবি করছেন হামলাকারী।

স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারী নিজেকে ইসলামিক স্টেটের (আইএস) অনুগত বলে চিৎকার করছে এবং ‘সিরিয়ায় হামলার প্রতিশোধ’ বলে স্লোগান দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮/আপডেট ২০০০ ঘণ্টা
এইচএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।