ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কলম্বিয়ায় মানুয়েল সান্তস প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, জুন ২১, ২০১০

বোগোতা: কলম্বিয়ায় কয়েকটি সংঘর্ষ ও ভোটারদের কম উপস্থিতির মধ্য দিয়ে গতকাল রোববার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী হুয়ান মানুয়েল সান্তস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।



এদিকে, মন্দ আবহাওয়া, বিশ্বকাপ ফুটবল এবং ভোট দেওয়ার আগ্রহ না থাকার কারণে আনুমানিক ৫৬ শতাংশ মানুষ ভোটকেন্দ্রে আসেননি।

সান্তস পেয়েছেন ৬৯ শতাংশ ভোট এবং ২৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন গ্রিন পার্টির নেতা ও বোগোতার সাবেক মেয়র আন্তানাস মকুস।

বিজিত নেতা আন্তানাস মকুস বিজয়ী সান্তসকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমাদের দেশের ভালো নেতা হিসেবে আমি তাঁর সাফল্য কামনা করি। একইসঙ্গে আমরা ভালো বিষয়ের সমর্থন এবং খারাপ বিষয়ের বিরোধিতাও করব। ’

বর্তমান প্রেসিডেন্ট আলভারো ইউরাইব টেলিফোনে সান্তসকে অভিন্দন জানিয়ে তাঁর ‘প্রতিটি কাজে সফলতা’ কামনা করেন। প্রেসিডেন্টের একজন মুখপাত্র জানান, আগামী ৭ আগস্ট প্রেসিডেন্ট ইউরাইব সান্তসের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১১৩৫ ঘণ্টা, জুন ২১, ২০১০
এসআইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।