ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ধূলিঝড়-বর্ষণে বিপর্যস্ত দিল্লি, ফ্লাইট ওঠা-নামায় বিঘ্ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৮
ধূলিঝড়-বর্ষণে বিপর্যস্ত দিল্লি, ফ্লাইট ওঠা-নামায় বিঘ্ন ধূলিঝড় ও বৃষ্টির কারণে দিল্লির রাস্তায় যান ও জনচলাচল ব্যাহত হয়

আকস্মিক ধূলিঝড় ও প্রবল বর্ষণের কবলে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শুক্রবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এই প্রাকৃতিক দুর্যোগের কারণে দিল্লিগামী অন্তত ২৪টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে নিকটস্থ বিমাবন্দরে। বিলম্বিত হচ্ছে আরও বেশ কিছু ফ্লাইটের উড্ডয়ন-অবতরণ।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সন্ধ্যে নামতেই হঠাৎ ধূলিঝড় ও বৃষ্টির কারণে দিল্লির রাস্তায় যান ও জনচলাচল ব্যাহত হয়। ঝড়ের তোড়ে রাস্তাঘাটের দৃষ্টিসীমা কমে যাওয়ায় খানিকটা থমকে যেতে হয় যানবাহনকে।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনাও এতে বাধার মুখে পড়ে।

অভ্যন্তরীণ এয়ারলাইন্স ‘ভিস্তারা’র চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড কমার্শিয়াল অফিসার সঞ্জীব কাপুর বলেন, মুম্বাই থেকে আসা অনেক ফ্লাইট অমৃতসরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কয়েকজন যাত্রীও তাদের ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

তবে পরিস্থিতি অনুকূল হতেই ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন ইন্দিরা গান্ধী বিমানবন্দরের কর্মকর্তারা। আবহাওয়াবিদরাও আভাস দিয়েছেন, প্রতিকূল পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।