ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকো সীমান্তে সেনা পাঠাচ্ছে টেক্সাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
মেক্সিকো সীমান্তে সেনা পাঠাচ্ছে টেক্সাস সংগৃহীত ছবি

মেক্সিকো সীমান্তে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আগামী ৭২ ঘণ্টার মধ্যে মেক্সিকো সীমান্ত এলাকায় ২৫০ সেনা সদস্য পাঠানো হবে বলে ন্যাশনাল গার্ডের এক মুখপাত্র জানিয়েছেন।

আরেক অঙ্গরাজ্য অ্যারিজোনাও আগামী সপ্তাহে মেক্সিকো সীমান্তে ১৫০ সেনা পাঠানোর পরিকল্পনা করছে।  

গত মঙ্গলবার (৩ এপ্রিল) ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ না হওয়া পর্যন্ত সীমান্ত সুরক্ষায় ৪ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দেন।

 

নিউ মেক্সিকো এবং ক্যালিফোর্নিয়াকেও একই পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের ‘ধরো এবং ছেড়ে দাও’ অভিবাসন নীতিতে পরিবর্তন আনতে চাচ্ছেন ট্রাম্প। আর এই জন্যই সীমান্ত সুরক্ষায় কঠোর ঘোষণা দিয়েছেন তিনি।  

অভিবাসন নীতিতে অবৈধ অভিবাসীদের ধরার পর বিচারকের কাছে শুনানির জন্য অপেক্ষার সময় তাদের ছেড়ে দেওয়া হয়। একটি মামলা শেষ হতে বছরের পর বছর সময় লাগে। এই সময়ের মধ্যে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে নিজেদের মতো জীবন গেড়ে তোলে।  

ট্রাম্প চান, অবৈধ অভিবাসীদের ধরে কোনো স্থানে আটক রেখে তাদের শুনানির জন্য বিচারকের কাছে পাঠানো হবে।

এ কাজের জন্য তিনি প্রয়োজনীয় সেনা ও স্থাপনার বিস্তারিত তথ্য প্রতিরক্ষা দফতরের কাছে জানতে চেয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।