ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে কবরস্থানে বোমা বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
ইরাকে কবরস্থানে বোমা বিস্ফোরণে নিহত ১০ ইরাকের ম্যাপ

ঢাকা: ইরাকের একটি কবরস্থানে শেষকৃত্য অনুষ্ঠান চলার সময় বোমা বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৪ জন।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) উত্তর ইরাকের শিরকাত শহরে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ওই কবরস্থানে তিনজন সুন্নি যোদ্ধার শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছিল।

 

শহরের একজন নেতা আলি দোদাহ বিবৃতিতে জানান, সরকার মদদপুষ্ট সুন্নি মিলিশিয়াদের সঙ্গে আইএস জঙ্গিদের সংঘাতে বুধবার (১১ এপ্রিল) ওই তিন যোদ্ধা নিহত হয়েছিলেন।

প্রাথমিকভাবে বলা হচ্ছে, নিহত যোদ্ধাদের শেষকৃত্য অনুষ্ঠানের আগেই জঙ্গিরা ওই কবরস্থানে বিস্ফোরক স্থাপন করে গিয়েছিল।  

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।