ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শতাধিক মিসাইল ছোড়া হয় সিরিয়ায়: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
শতাধিক মিসাইল ছোড়া হয় সিরিয়ায়: রাশিয়া সিরিয়ার রাজধানী দামেস্কের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের মিসাইল হামলার পর হাজার হাজার প্রতিবাদী জনতা জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে আসেন। ছবি-সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় প্রায় শতাধিক মিসাইল নিক্ষেপ করেছে মার্কিন মিত্ররা এবং এসব মিসাইলের অনেকগুলো ভূ-পাতিত করেছে সিরিয়ার এয়ার ডিফেন্স। 

শনিবার (১৪ এপ্রিল) ভোররাতে সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার একযোগে চালানো মিসাইল হামলার প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে এ তথ্য জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে এটাও বলা হয়, মিসাইল প্রতিহত করাতে রাশিয়ান প্রতিরক্ষার কোনো ইউনিট জড়িত ছিল না।

বিবৃতিতে বলা হয়, এ হামলায় যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ থেকে মার্কিনবাহিনী ও তাদের মিত্ররা শতাধিক মিসাইল নিক্ষেপ করে। মিসাইলগুলো ছিল ক্রুজ মিসাইল ও এয়ার-সারফেস (আকাশ থেকে ভূমি অভিমুখে ছোড়া) মিসাইল।  

লোহিত সাগরে অবস্থানরত দু’টি মার্কিন যুদ্ধজাহাজের মাধ্যমে হামলাটি পরিচালনা করা হয়। তাছাড়া সিরিয়ার হোমস প্রদেশে মার্কিন জোটের বিমানঘাঁটি থেকে ‘রকওয়েল বি-১’ বোমার যুদ্ধবিমান সিরীয় অবস্থানে বোমা হামলা চালায়।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়য় আরও জানায়, দামেস্কের ৪০ কিমি দূরের আল-দুমাইর এয়ারপোর্ট লক্ষ্য করে ১২টি ক্রুজ মিসাইল ছোড়া হয়। মিসাইলগুলোর প্রতিটিকেই সিরিয়ান এয়ার ডিফেন্স ভূ-পাতিত করে।

মিসাইলগুলো ভূ-পাতিত করতে রাশিয়ার তৈরি সারফেস-টু-এয়ার (ভূমি থেকে আকাশের দিকে ছোড়া) মিসাইল ব্যবহার করে দামেস্ক। কিন্তু রাশিয়া কোনো অংশ নেয়নি।  

হামলার পরপর একটি পৃথক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, মার্কিন মিত্রদের ছোড়া মিসাইলগুলোর কোনোটিই সিরিয়ার তারতুস ও খোমেইমিম শহরে অবস্থিত রাশিয়ান এয়ার ডিফেন্স জোনে পৌঁছায়নি।

শনিবার (১৪ এপ্রিল) ভোররাতে রাসায়নিক হামলার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে দায়ী করে বিভিন্ন সরকার-নিয়ন্ত্রিত স্থাপনার ওপর একযোগে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। এ হামলাটিকে দেশটির ওপর পশ্চিমা শক্তির সবচেয়ে বড় হস্তক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে বেশ কিছুদিন ধরেই সিরিয়াতে এমন বড় ধরনের হামলার হুঁশিয়ারি উচ্চারণ করা আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ নিয়ে পাল্টা হুঁশিয়ারি জানিয়ে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, সিরিয়ায় যেসব স্থাপনায় রুশ বিশেষজ্ঞরা রয়েছেন সেসব স্থাপনায় কোনো মিসাইল ছোড়া হলে তা ভূ-পাতিত করা হবে এবং তা নিক্ষেপের উৎসগুলোকে টার্গেট করে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালানো হবে।

প্রতিক্রিয়ায় ট্রাম্প টুইট করেন, প্রস্তুত থেকো রাশিয়া, মিসাইল আসবেই। আর এবারের মিসাইলগুলো হবে 'নিউ', ‘নাইস’ এবং ‘স্মার্ট’।

গত ক'দিন ধরেই এ নিয়ে আন্তর্জাতিকমহলে চরম উত্তেজনা বিরাজ করে আসছে।

আরও পড়ুন:
মিত্রদের নিয়ে সিরিয়ায় মার্কিন হামলা
তৈরি থেকো রাশিয়া, সিরিয়ায় মিসাইল আসছে: ট্রাম্প

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।